ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

বাড়ছে লেনদেন, ফিরছে আস্থা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৪:৪১:৩০
বাড়ছে লেনদেন, ফিরছে আস্থা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। এতে করে লেনদেন এখন ১৩০০ কোটি টাকা স্পর্শ করেছে। যা প্রায় ১৩ মাস পর এমনটি হয়েছে। এই লেনদেনের ক্রমবর্ধমান উত্থানের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজার নিয়ে নতুন করে আশার সঞ্চার তৈরী হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬১৪ পয়েন্টে। যা বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ৩৭ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে আগের দিনের ন্যায় বৃহস্পতিবারও ১৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এদিন ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট ১৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৫ টি বা ৪৪.৬৪ শতাংশের। আর দর কমেছে ১৪৫ টি বা ৩৬.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১০৯ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬৯৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে