ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

দুই ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

২০২৫ সেপ্টেম্বর ২৩ ২১:২৫:০১
দুই ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালি ও যমুনা ব্যাংকের ১৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

পূবালি ব্যাংক : বিএসইসি এই ব্যাংকের ৫০০ (পাঁচশত) কোটি টাকা মূল্যের Unsecured, Non-Convertible, Redeemable, Floating Rate, Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। যার Coupon Rate হবে Reference Rate + 3% Coupon Margin। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালি ব্যাংকের Tier-2 Capital Base Under Basel III শক্তিশালী করা হবে।

বন্ডটির Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC এবং Arranger হিসাবে কাজ করবে UCB Investment Limited, Prime Bank Investment Limited ও IDLC Investments Limited। বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।

যমুনা ব্যাংক : বিএসইসি এই ব্যাংকের ৮০০ (আটশত) কোটি টাকা মূল্যের Non-Convertible, Unsecured, Fully Redeemable, Floating Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে। যার Coupon Rate হবে Reference Rate + 3% Coupon Margin। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে Jamuna Bank PLC এর Tier-2 Capital Base Under Basel III শক্তিশালী করা হবে।

বন্ডটির Trustee হিসাবে দায়িত্ব পালন করবে DBH Finance PLC এবং Arranger হিসাবে কাজ করবে UCB Investment Limited। এছাড়াও উক্ত বন্ডটি Alternative Trading Board এ তালিকাভুক্ত হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে