ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবারও ডিএসইতে কমেছে মূল্যসূচক, বেড়েছে লেনদেন

২০২৫ অক্টোবর ০৭ ১৫:১১:৪১
মঙ্গলবারও ডিএসইতে কমেছে মূল্যসূচক, বেড়েছে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (০৭ অক্টোবর) মূল্যসূচকের পতন হয়েছে। আর একইভাবে আগেরদিনের ন্যায় বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে ৭০ শতাংশের বেশি কোম্পানির দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৪ পয়েন্ট। এর আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকার বা ৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৫ টি বা ২১.২০ শতাংশের। আর দর কমেছে ২৮২ টি বা ৭০.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৪৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৩৬ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৮২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে