ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে স্বস্তির উত্থান

২০২৫ অক্টোবর ২৩ ১৫:১৫:৩৫
শেয়ারবাজারে স্বস্তির উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ‍্যে। এরমধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বস্তির উত্থান হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৫০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৫ পয়েন্ট।

শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৩৫৫ কোটি ৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১১৩ কোটি ৫৭ লাখ টাকার বা ৩২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৯ টি বা ৬৩.৩৬ শতাংশের। আর দর কমেছে ৮০ টি বা ২০.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.২৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪১৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে