ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে টানা ৩ দিন পতন

২০২৫ অক্টোবর ২৮ ১৫:২২:৫০
শেয়ারবাজারে টানা ৩ দিন পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে চলছে পতন। এতে করে হতাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ‍্যে। এরমধ্যে শেষ ৩ কার্যদিবস টানা পতন হয়েছে শেয়ারবাজারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৮৪ পয়েন্টে। যা সোমবার ৪০ পয়েন্ট ও রবিবার ২৩ পয়েন্ট কমেছিল।

শেয়ারবাজারে কিছুদিন ধরে ৫ ব্যাংকের একীভূতকরন ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবরে পতন চলছে। কারন ওইসব প্রতিষ্ঠানে সাধারন বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা কোন কিছু পাবে না। ওইসব প্রতিষ্ঠান এরইমধ্যে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারীর জন্য সম্পদ ঋণাত্মকে নেমে গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৩৯৪ কোটি ১৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ টাকার বা ১৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৪ টি বা ৩৩.৫৮ শতাংশের। আর দর কমেছে ১৯৯ টি বা ৪৯.৮৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২৫০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে