ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৫ অক্টোবর ৩০ ১৪:৫১:৫৯
মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১২২ পয়েন্টে। যা আগেরদিন ৮ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৫০৩ কোটি ৬৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২৭ কোটি ৫৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪১ টি বা ৬১.১৭ শতাংশের। আর দর কমেছে ৮১ টি বা ২০.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.২৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৮৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে