ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৭৯৬ কোটি টাকা

২০২৫ নভেম্বর ০১ ১০:৪৫:১৬
বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৭৯৬ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৬-৩০ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা ০.৮২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৮ কোটি ১৫ লাখ টাকার বা ৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১২২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৮৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৭ টির বা ৪৫.১৫ শতাংশের, কমেছে ১৭৯ টির বা ৪৫.৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির বা ৯.১৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪২৮৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫ টির দর বেড়েছে, ১৭০ টির দর কমেছে এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে