ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মূল্যসূচকে পতন, লেনদেনে উত্থান

২০২৫ নভেম্বর ০২ ১৪:৪৬:২৪
মূল্যসূচকে পতন, লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ নভেম্বর) মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১৬ পয়েন্টে। যা আগেরদিন ৩০ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮ টি বা ৩২.৪১ শতাংশের। আর দর কমেছে ২০৭ টি বা ৫২.৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে