ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ডিএসইতে মূল্যসূচকে বড় পতন, দর কমেছে ৭৫ শতাংশ কোম্পানির

২০২৫ নভেম্বর ০৩ ১৪:৪৭:৩৪
ডিএসইতে মূল্যসূচকে বড় পতন, দর কমেছে ৭৫ শতাংশ কোম্পানির

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৭৫ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৬১ পয়েন্টে। যা আগেরদিন ৬ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৫১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২৬ কোটি ১৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৫ টি বা ১১.৩১ শতাংশের। আর দর কমেছে ৩০০ টি বা ৭৫.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩ টি বা ১৩.৩২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫ টির, কমেছে ১৩৩ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২১৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে