ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন, বিনিয়োগকারীরা হতাশ

২০২৫ নভেম্বর ০৪ ১৫:১৩:০৬
শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন, বিনিয়োগকারীরা হতাশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ২ কার্যদিবসের ন্যায় মঙ্গলবারও (০৪ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৭০ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে চলমান হতাশা বেগবান হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০১৯ পয়েন্টে। যা সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৫১৮ কোটি ৬২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৬২ কোটি ৪ লাখ টাকার বা ১৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬ টি বা ১৪.১৪ শতাংশের। আর দর কমেছে ২৭৭ টি বা ৬৯.৯৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৯১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১৩৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে