ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার কোটি টাকা

২০২৫ ডিসেম্বর ২৭ ০৯:৫০:৫৯
বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২১-২৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের সামান্য উত্থান হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা। তবে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা বা ০.১৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৯ কোটি ৫৪ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৪ কোটি ৮৭ লাখ টাকার বা ৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১ টির বা ৬২.৪৪ শতাংশের, কমেছে ১০১ টির বা ২৬.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির বা ১১.৪০ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩ টির দর বেড়েছে, ১২৮ টির দর কমেছে এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে