ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

ডিএসইতে নামমাত্র উত্থান

২০২৫ ডিসেম্বর ৩০ ১৪:৫৪:৫৮
ডিএসইতে নামমাত্র উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি সপ্তাহের প্রথম ২ কার্যদিবস পতন হয় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নামমাত্র উত্থান হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অবশ্য পতন হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫ পয়েন্টে। যা চলতি সপ্তাহের আগের দুই কার্যদিবসের মধ্যে সোমবার ৭ পয়েন্ট ও রবিবার ১৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩০৯ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭ লাখ টাকা বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮০ টি বা ৪৫.৯২ শতাংশের। আর দর কমেছে ১২২ টি বা ৩১.১২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯০ টি বা ২২.৯৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬১১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে