ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

১.৭০ কোটি টাকার কোম্পানির সম্পদের চেয়ে ১০৬ কোটি টাকার দায় বেশি

২০২৫ ডিসেম্বর ৩১ ১১:০৫:৪২
১.৭০ কোটি টাকার কোম্পানির সম্পদের চেয়ে ১০৬ কোটি টাকার দায় বেশি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের কয়েক বছর ধরেই বড় লোকসান হচ্ছে। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি। যার ব্যতিক্রম হয়নি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়ও। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের সাড়ে ৩ গুণেরও বেশি। এছাড়া ৬২ গুণের বেশি নিট দায়ের পরিমাণ। তারপরেও ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্স স্বল্প মূলধনী হওয়ায় শেয়ার দর মৌলভিত্তি সম্পন্ন অনেক কোম্পানির থেকে এগিয়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জুট স্পিনার্সের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৬.৩২) টাকা। এ হিসাবে ১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির এক বছরেই নিট লোকসান হয়েছে ৬ কোটি ১৭ লাখ টাকা।

এর আগে কোম্পানিটির কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল (৬৪.৪৫) টাকা। এ হিসাবে নিট লোকসান হয়েছিল ১০ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের ২ অর্থবছরের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি (৮৩.৭৮) টাকা করে ১৪ কোটি ২৪ লাখ টাকা ও ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি (৪৪.৮৪) টাকা করে মোট ৭ কোটি ৬২ লাখ টাকার লোকসান হয়েছিল। যাতে করে কোম্পানিটির পূঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ৮১ লাখ টাকায়।

আরও পড়ুন....

প্লেসমেন্ট শেয়ার কিনে বেকায়দায় পপুলার লাইফ

এ কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে গত ৩০ জুন ঋণাত্মক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে (৬২৪.১৯) টাকায়। অর্থাৎ কোম্পানিটির সম্পদের চেয়ে ১০৬ কোটি ১১ লাখ টাকা দায়ের পরিমাণ বেশি।

এছাড়া কোম্পানিটিতে শ্রমিক জটিলতা, পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষমতা, নতুন পণ্য উন্নয়নে অর্থায়নে অক্ষমতা, উৎপাদনে ব্যাঘাত, ঋণের শর্ত পরিপালনের অক্ষমতা, নতুন প্রতিযোগিদের আগমন, মূল ম্যানেজমেন্টের অপর্যাপ্ততা এবং পরিচালন নগদ প্রবাহের সমস্যা রয়েছে। এছাড়া জনতা ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি টাকা আদায়ে আইনগত পদক্ষেপ নিয়েছে। এসব সমস্যায় জর্জরিত থাকা জুট স্পিনার্সের ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে খুবই সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক।

ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্সের মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৯৭.৭০ টাকায়। এমন একটি কোম্পানিতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২৩.২০ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে