ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৯০৬ কোটি টাকা

২০২৬ জানুয়ারি ০৩ ১১:২৫:০৪
বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৯০৬ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৭ ডিসেম্বর-০১ জানুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৯০৬ কোটি টাকা। তবে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৩ হাজার ৯০৬ কোটি টাকা বা ০.৫৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪১৭ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৪২ লাখ টাকার বা ১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯১১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩১ টির বা ৩৩.৬৭ শতাংশের, কমেছে ১১৩ টির বা ২৯.০৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির বা ১১.৫৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৯২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৫২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪ টির দর বেড়েছে, ১০৫ টির দর কমেছে এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে