ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস উত্থান, লেনদেন ছাড়াল ৫ শত কোটি

২০২৬ জানুয়ারি ০৪ ১৪:৪৯:১৯
শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস উত্থান, লেনদেন ছাড়াল ৫ শত কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থান দিয়ে শেষ করে ২০২৫ সালের শেষ কার্যদিবস। এছাড়া উত্থান দিয়ে শুরু করেছে নতুন বছর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) ২০২৬ সালের শুরুটা উত্থান দিয়ে হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৫ পয়েন্টে। যা এর আগের শেষ ২ কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৬৮ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬৯ কোটি ২৫ লাখ টাকা বা ৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৪ টি বা ৫২.৩১ শতাংশের। আর দর কমেছে ১৪৩ টি বা ৩৬.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৩ টি বা ১১.০৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৬১ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮২০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে