ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে ভয়াবহ পতন : দিশেহারা বিনিয়োগকারীরা

২০২৪ মে ২৯ ১৫:১৫:১২
শেয়ারবাজারে ভয়াবহ পতন : দিশেহারা বিনিয়োগকারীরা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে বুধবারও (২৯ মে) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত সাড়ে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ১৩ এপ্রিলের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৩ বছর দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ১২ এপ্রিল সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫১৮৮ পয়েন্টে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩১.৬৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩০৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ০৫ লাখ টাকার বা ৩০.৪১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪ টি বা ১৬.২৪ শতাংশের। আর দর কমেছে ২৮৬ টি বা ৭২.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৬৭ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৭৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫০৮৪ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে