ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্থান দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

২০২৪ জুন ১৩ ১৪:৪১:২৩
উত্থান দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সপ্তাহের বা ঈদের আগের শেষ কার্যদিবস উত্থানে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। তবে গত কয়েকদিন যে হারে পতন হয়েছে, সে হারে উত্থান হয়নি। তারপরেও যে হতাশার বাজারে উত্থান হয়েছে, এটাকেই বড় কিছু মনে করছে বিনিয়োগকারীরা। এদিন দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১১৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪২৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫০ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ৩৪ লাখ টাকার বা ২১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৪ টি বা ৫৬.৫৭ শতাংশের। আর দর কমেছে ১১৩ টি বা ২৮.৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৪.৯০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৫৮২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে