ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএসইসিতে অন্তঃকলহ : সরে দাঁড়ালেন মাসরুর রিয়াজ

২০২৪ আগস্ট ১৭ ১৪:৫৩:৪২
বিএসইসিতে অন্তঃকলহ : সরে দাঁড়ালেন মাসরুর রিয়াজ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ড. এম মাসরুর রিয়াজকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের দিন থেকেই ষড়যন্ত্র শুরু করেন বিএসইসির নির্বাহি পরিচালক ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুর রহমান। যা নিয়ে এরইমধ্যে বিএসইসিতে গ্রুপিং হয়ে গেছে। তৈরী হয়েছে অন্ত:কলহ। এই অবস্থার মধ্যে বিএসইসিতে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ।

বিএসইসির একজন সিনিয়র কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, নতুন চেয়ারম্যানকে নিয়োগ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটিতে গ্রুপিং স্পষ্ট হয়ে উঠেছে। এখানে জুনিয়র কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ হয় মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতিতে তাদেরকে ব্যবহার করা নিয়ে। ওই বিবৃতি দেওয়ার বিষয়ে তাদেরকে বলা হয়নি। এছাড়া তারা জানতোও না কি বিবৃতি দেওয়া হবে। এছাড়া কেউ কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করতেও ষড়যন্ত্র করেছে। এসব মিলিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অন্তঃকলহ তৈরী হয়েছে।

এই অবস্থার মধ্যে বিএসইসিতে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ। তিনি তার কাছের মানুষদের জানিয়েছেন, এরইমধ্যে তাকে নিয়ে বিএসইসিতে বিতর্ক ও গ্রুপিং তৈরী হয়েছে। সেখানে যোগদান করলে কেউ সহযোগিতা করবেন, কেউ করবেন না। এই অবস্থায় বিএসইসিতে যোগদান না করাই ভালো।

আরও পড়ুন....

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসরুর রিয়াজ

মাসরুর রিয়াজকে চান না বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

নির্বাহি পরিচালক-কমিশনারের স্বপ্ন ভঙ্গে মাসরুরকে নিয়ে ষড়যন্ত্র

মাসরুরের নিয়োগ নিয়ে সাইফুর রহমানের নিয়ম বর্হিভূত বিবৃতি : বিএসইসি অফিসার্স অ্যাসোসিয়েশন

এবার চাপে পড়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রত্যাহার

বিবৃতি প্রত্যাহার করে নিল সাইফুর রহমান

গত ১৩ আগস্ট মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে একইদিনে বিকালে মাসরুরকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেন এবং তাকে চান না বলে লিখিত বিবৃতি দেন সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান। তাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবেন না। একইসঙ্গে তার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি তোলা হয়। এ নিয়ে মন্ত্রণালয়ে সংগঠনটির সভাপতি ও বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত বিবৃতিও দেওয়া হয়।

তবে ওই বিবৃতি দেওয়ার সুযোগ ছিল না বলে দাবি করেন সংগঠনটির ৭ কার্যনির্বাহি সদস্যের ৬জন। তারা ১৪ আগস্ট মাসরুর রিয়াজকে নিয়ে সাইফুর রহমানের বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদলিপি দেয়।

প্রতিবাদলিপিতে জানানো হয়, মাসরুরকে নিয়ে যে প্রতিবাদ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটা একান্তই বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুর রহমানের নিজের। এর সাথে অ্যাসোসিয়েশন এর সহসভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ হেমায়েত হোসেন, নির্বাহী সদস্য একেএম ফারুক আলম ও নির্বাহি সদস্য মাহমুদা শিরিনের কোন সম্পর্ক নেই।

প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কোন সিদ্ধান্ত কেবল মাত্র এজিএম/ইজিএম/কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত হওয়া বাঞ্চনীয়। এছাড়া রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রস্তাব কোন ফোরামে উপস্থাপনের অধিকার অ্যাসোসিয়েশনের নেই।

কিন্তু চাপে পড়ে ১৫ আগস্ট সেই প্রতিবাদলিপি প্রত্যাহার করে নিয়ে বিবৃতি দেয় অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওই ৬জন সদস্য। প্রত্যাহার করে নেওয়া প্রতিবাদলিপিতে বলা হয়, মন্ত্রণালয়ে মাসরুর রিয়াজকে নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে ওই ৬জন সদস্যের কোন দ্বিমত নেই। যারা ধারনাগত ভুলের কারনে প্রতিবাদলিপি দিয়েছিলেন। তাই ভুল বুঝতে পেরে প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে।

একইদিনে মাসরুর রিয়াজকে নিয়ে দেওয়া বিবৃতিও প্রত্যাহার করে নেয় সাইফুর রহমান। এতে তিনি বলেন, সরকার যেহেতু ড. এম. মাসরুর রিয়াজকে তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ প্রদান করেছে। সুতরাং এ ক্ষেত্রে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোনো আপত্তি নাই। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যগণের সাথে আলোচনার ভিত্তিতে ড. এম. মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে স্বাগত জানানোর বিষয়ে এসোসিয়েশন পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে এবং তাঁকে কমিশনে সাদরে গ্রহণ করতে এসোসিয়েশনের কোন আপত্তি নাই।

এছাড়া বিবৃতি প্রত্যাহার করে নেওয়া চিঠিতে আরও বলেন, ড. এম. মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদানের পর সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ে। এসকল নেতিবাচক সংবাদের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্র দ্বারা কমিশনের অধিকাংশ কর্মচারীগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে ১৩ আগস্ট ২০২৪ তারিখে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ সাধারণ সদস্যগণের পক্ষ থেকে বিবৃতি প্রেরণের জন্য সভাপতিকে বাধ্য করা হয়। যা কখনোই সভাপতির ব্যক্তিগত অভিমত নয়। মূলত: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দূরভিসন্ধিমূলক তথ্যের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই ধরণের সিদ্ধান্তে উপনীত হয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে