ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

উঠে গেল পতনের ৩% সার্কিট ব্রেকার

২০২৪ আগস্ট ২৮ ২১:৩৬:২৮
উঠে গেল পতনের ৩% সার্কিট ব্রেকার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজের দর পতনের ক্ষেত্রে ৩% সার্কিট ব্রেকার তুলে নিয়েছে। জারি করেছে স্বাভাবিক সার্কিট ব্রেকার।

বুধবার (২৮ আগস্ট) বিএসইসির পরিচালক ‍ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ এপ্রিল শেয়ারদর কমার ক্ষেত্রে ফ্লোর প্রাইস থাকা সিকিউরিটিজ বাদে বাকি সব সিকিউরিটিজের জন্য ৩ শতাংশ সার্কিট ব্রেকার আরোপের নির্দেশনা জারি করে।

আজ ওই নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ২০২১ সালের ১৭ জুন কমিশনের জারি করা আদেশ অনুসারে শেয়ারদরের সার্কিট ব্রেকার আরোপ করেছে।

বিএসইসির মূখপাত্র ফারহানা ফারকী অর্থ বাণিজ্যকে বলেন, আজকের ৪ কোম্পানিসহ এ যাবত ফ্লোর তুলে নেওয়া সব কোম্পানির উপর থেকে দর পতনের ৩% সার্কিট ব্রেকার তুলে নেওয়া হয়েছে। অন্যভাবে বললে বেক্সিমকো ও ইসলামী ব্যাংক ছাড়া বাকি সব কোম্পানির উপর থেকেই ৩% সার্কিট ব্রেকার তুলে নেওয়া হয়েছে।

ওই সার্কিট ব্রেকার অনুযায়ি, ঊর্ধ্বসীমা সর্বোচ্চ ১০ থেকে সর্বনিম্ন ৩.৭৫ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারবে। এর মধ্যে শেয়ারদর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। শেয়ারদর ২০০ টাকার ওপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮.৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে। ৫০০ টাকার বেশি এবং ১ হাজার টাকা পর্যন্ত শেয়ারদর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭.৫০ শতাংশ। শেয়ারদর ১ হাজার টাকার বেশি এবং ২ হাজার টাকা পর্যন্ত ৬.২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে। শেয়ারদর ২ হাজার টাকার ওপরে থাকলে এবং ৫ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ। আর শেয়ারদর ৫ হাজার টাকার বেশি হলে ৩.৭৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে।

আরও পড়ুন....

বিএসইসির শূভেচ্ছাদূত থেকে গেম্বলার সাকিবকে বাদ

চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

বিএসইসির নতুন কমিশনার আলী আকবর

কারসাজিতে হিরু চক্রের মুনাফা ১৬১ কোটি টাকা, জরিমানা ১৪ কোটি

ডিএসইতে নিয়ম ভেঙ্গে তদবিরে নিয়োগ পাওয়া সিএফও বহাল তবিয়তে

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে