ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রইল শুধু বিএএসএম’র ডিজি তৌফিক আহমেদ

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১০:০৯:৫২
রইল শুধু বিএএসএম’র ডিজি তৌফিক আহমেদ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্যসব খাতের প্রতিষ্ঠানের ন্যায় শেয়ারবাজারেও পদত্যাগ করেছে বিগত সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তারা। এরইমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ ৩ কমিশনার, ঊভয় স্টক এক্সচেঞ্জের ১৪ জন স্বতন্ত্র পরিচালক, শেয়ারবাজারের সংবেদনশীল প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। তবে বাকি রয়ে গেছেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমদ চৌধুরী।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। আর সর্বশেষ ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান।

এদিকে বিএসইসির কর্তারা পদত্যাগ করলেও তাদের সরাসরি অধীনস্থ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এর ১টির প্রধান পদত্যাগ করলেও আরেকটি এখনো রয়েছে। যাদেরকে পদত্যাগ করা চেয়ারম্যান ও কমিশনারগণ নিয়োগ দিয়েছিলেন।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক পদত্যাগ করেছেন। তবে অধীনস্থ আরেকটি প্রতিষ্ঠান বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমদ চৌধুরী এখনো বহাল রয়েছেন।

আরও পড়ুন....

যে কারনে আলোচনায় বিএসইসি কমিশনারকে পদত্যাগে বাধ্য করানো

শেখ হাসিনা সরকার পতনের পরে বিএসইসির চেয়ারম্যান কমিশনারদেরকে সবার আগে অনুসরন করেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু। যিরি ১৮ আগস্ট পদত্যাগ করেন। এরপরে ২১ আগস্ট বাকি ৬জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে ৫জন পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তার পদ শুন্য হয়ে যায়।

এরপরে সিএসইর সব স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেছেন।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে উভয় স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল। যার আলোকে উভয় স্টক এক্সচেঞ্জের পরিচালকেরা পদত্যাগ করেছেন।

তবে নির্দেশনা দেওয়ার আগেই গত ১৮ আগস্ট পদত্যাগ করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

এরপরে গত ২২ আগস্ট পদত্যাগ করেন শেয়ারবাজারের সংবেদনশীল প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম নুরুল ফজল বুলবুল। এর মাধ্যমে পতন হয় ১ যুগের বেশি সময় ধরে পরিচালকের পদ কাঁমড়ে রাখা এক লুটেরার।

এছাড়া সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেন পদত্যাগ করেন। যার জায়গায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী।

তবে বিএসইসিতে কমিশনের অনিয়মের দায়ে গত ১২ আগস্ট ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সংবাদ সম্মেলন করে। এতে ডিবিএ সভাপতি বলেন, বিগত দুটি কমিশন গত ১৩-১৪ বছরে আমাদের অনেক দিনের গড়া সুশৃংখল সম্ভাবনাময় বাজারকে ওলট পালট করে দিয়েছে। তাই শেয়ারবাজারের সব প্রতিষ্ঠানে সংস্কার করা দরকার। বিশেষ করে বিএসইসি যেসব প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে