ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

সংসার ভাঙছে সৃজিত-মিথিলার !

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৯:৩৯:২২
সংসার ভাঙছে সৃজিত-মিথিলার !

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। বিয়ের পরপরই নিজের একমাত্র কন্যা আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা।

তবে সেসবই এখন অতীত। আইরাকে ফের বাংলাদেশর স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা। দাদু-দিদিমার কাছেই বড় হচ্ছে সে। কাজের সূত্রে মিথিলাও কখনো আফ্রিকায় আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। এসবের পরে বাংলাদেশে বেশি সময় কাটাচ্ছেন। সময় সুযোগ পেলে কলকাতায় যান।

যে কারণে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই। মাঝেমাধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায়। কিন্তু প্রতিবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি। ‘লং ডিসট্যান্স’ বিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি মরিয়া দু’জন।

তবুও আরও একবার বিচ্ছেদের ‘শিরোনামে’ সামনে এসেছে মিথিলা-সৃজিত দম্পতি। সম্প্রতি জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন সৃজিত। ২৩ সেপ্টেম্বর ছিল এই নির্মাতার জন্মদিন।

কিন্তু স্বামীর জীবনের বিশেষ এই দিনেও মিথিলার সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নজরে পড়েনি। স্বামীকে উদ্দেশ্য করে কিছু বলেননি তিনি। যদিও এর আগের বছর জন্মদিনে ঠিকই সৃজিতকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা।

তবে এবার দেখা মিলল ভিন্ন চিত্র। সৃজিতের জন্মদিনে কলকাতায় অবস্থান করছেন না মিথিলা। তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশেই।

অন্যদিকে মিথিলাকে পাশে না পেলেও সৃজিতের ভালোবাসার মানুষের অভাব নেই! এদিন দিনভর ফেসবুক, ইনস্টাগ্রামে ‘হ্যাপি বার্থ ডে’ বার্তায় ভাসছেন তিনি। যার মধ্যে অন্যতম শুভেচ্ছাটি এসেছে তার ‘পার্টনার’ দেবের কাছ থেকে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে