ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সন্তান নিয়ে পরিকল্পনা জানালেন সালমান

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৫৩:৫৩
সন্তান নিয়ে পরিকল্পনা জানালেন সালমান

বিনোদন ডেস্ক : বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু তিনি চিরকুমার। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সালমান খান। যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তাঁর। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন সালমান। বিয়ে না হলেও, বাবা হওয়ার এখনও সময় রয়েছে। ভাইপো আরহান খানের পডকাস্টে এসে এমন মন্তব্যই করলেন অভিনেতা।

পডকাস্টে আরহানের সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। শুরুতেই সালমান মজা করে প্রশ্ন করেন, এই পডকাস্ট করে কী হবে? আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে এই কথোপকথন তাঁদের সন্তানেরা দেখবে। তখনই কথা প্রসঙ্গে সালমান নিজের সন্তান হওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন। ভাইজান আরহানের বন্ধুদের বলেন, “তোমাদের বাবা হওয়ার এখনও দেরি আছে। আমারও সময় আছে। খানিক বেশিই সময় আছে।” এই শুনে থতমত খেয়ে যান আরহান ও তাঁর বন্ধুরা।

গত ডিসেম্বরে ৫৯ বছর পূর্ণ করলেন সালমান। যদিও মনের দিক থেকে তিনি সব সময় তরতাজা বলেই দাবি করেন। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। কিন্তু শেষ পর্যন্ত ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছাননি তিনি।

বি-টাউনে গুঞ্জন, বর্তমানে সালমান ইয়ুলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এই নিয়ে ভাইজান বা ইউলিয়া, কেউই মুখ খোলেননি। যদিও সালমানের বাড়ির যে কোনও অনুষ্ঠানে হাজির থাকেন তিনি।

উল্লেখ্য, সালমানকে আগামীতে দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে। ছবির শুটিং এখনও চলছে। লরেন্স বিশ্নোইয়ের হুমকি এলেও, শুটিং থামিয়ে রাখেননি তিনি। তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে