ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিদেশীদের বিক্রির সমপরিমাণ কিনেও আটকানো যাচ্ছে না পতন

২০২৫ মার্চ ০৪ ১৬:২১:২৯
বিদেশীদের বিক্রির সমপরিমাণ কিনেও আটকানো যাচ্ছে না পতন

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে টানা পতনে বিনিয়োগকারীরা দিশাহারা। সূচক আরও কত পতনের পরে ঘুরে দাঁড়াবে, তার হদিস দিতে পারছেন না কেউ। আতঙ্কিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরাও। এরমধ্যেই গত শুক্রবার সেনসেক্স খুইয়েছে একলাফে ১৪১৪ পয়েন্ট। এতে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ কমেছে বিনিয়োগকারীদের।

সাধারণত বাজার পড়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন। পড়লেই বিনিয়োগে ঝুলি নিয়ে ঝাঁপান। কিন্তু এখন ভারতের শেয়ারবাজারে সূচক এত নীচে নামা সত্ত্বেও বহু মানুষ নতুন করে লগ্নি করতে সাহস পাচ্ছেন না।

বহু দিন ধরে টানা শেয়ার বেচছে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলো। তবে তাদের বিক্রীত শেয়ারের প্রায় সমপরিমাণে দেশীয় আর্থিক কোম্পানিগুলো বিনিয়োগও পতন ঠেকাতে পারছে না।

যেমন শুক্রবার বিদেশি বিনিয়োগকারীরা ১১,৬৩৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। একইদিন ভারতের কোম্পানিগুলো কিনেছে ১২,৩০৯ কোটির। তারপরেও ওইদিন সেনসেক্স সূচক কমেছে ১৪১৪ পয়েন্ট। এর আগের দিনগুলোতেও এভাবে পতন প্রতিরোধের চেষ্টা বিফল হয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে। ছোট বিনিয়োগকারীরা ঢুকতে সাহস পাচ্ছেন না। উল্টে লোকসান কমাতে অনেকে শেয়ার বিক্রি করছেন।

সেপ্টেম্বরের শেষ থেকে পতন শুরু হলেও, ডিসেম্বর পর্যন্ত ফান্ডে বিনিয়োগ তেমন কমেনি। তবে এরপরে কী হবে বলা যাচ্ছে না। কারণ, শেয়ার ভিত্তিক বেশির ভাগ ফান্ডের ন্যাভ কমছে চোখে পড়ার মতো। এতে আতঙ্ক ছড়াচ্ছে, বিশেষত ছোট (স্মল ক্যাপ) ও মাঝারি কোম্পানিগুলো (মিড ক্যাপ) ঘিরে।

ভারতে যাঁরা শেয়ারে সরাসরি বিনিয়োগ করেন না, তাঁদের অনেকের খাতাতেও লোকসান ঢুকেছে। রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থার এলআইসির মোটা টাকা খাটে শেয়ারে। পেনশন প্রকল্প এনপিএস ও প্রভিডেন্ট ফান্ডেরও একাংশ বিনিয়োগ করা হয়। সেপ্টেম্বরের আগের দু’বছর এখান থেকে ভাল রিটার্ন এলেও, পরের পাঁচ মাসে তা অনেকটা চুপসে গিয়েছে।

গত এক মাস ধরে ভারতের শেয়ারবাজার পড়ার প্রধান কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলেও যিনি ভারতের সমহারে ভারতীয় পণ্যে আমদানি শুল্ক বসানোর পক্ষপাতী। কানাডা, মেক্সিকো ও চিনা পণ্যে তা বসিয়েছেন। চালু হবে কয়েক দিনের মধ্যে। ইতিমধ্যে এর পাল্টা পদক্ষেপ করার হুঁশিয়ারিও এসেছে। অন্য দিকে আবার আমেরিকার নীতিকে অনুসরণ করে ইউরোপের কিছু দেশ শুল্ক বাড়ানোর কথা ভাবছে। অর্থাৎ বিশ্বজুড়ে ফের শুরু হতে চলেছে শুল্ক যুদ্ধ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে