ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ১২৫ কোটি টাকা

২০২৫ মে ১০ ০৯:২৫:০৬
বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ১২৫ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৪-৮মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৭১ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা বা ০.৬৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪১৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৯ লাখ টাকার বা ৭১ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বা ১.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪১ টির বা ৩৫.৭৮ শতাংশের, কমেছে ২৩০ টির বা ৫৮.৩৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির বা ৫.৮৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৭০৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১ টির দর বেড়েছে, ১৬৮ টির দর কমেছে এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে