ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৫ জুন ২৯ ১৪:৪৮:৪১
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (২৯ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪০ পয়েন্টে। যা আগেরদিন ৬৫ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৪৯৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৬৬ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৬ টি বা ৪৭.২০ শতাংশের। আর দর কমেছে ১৪৮ টি বা ৩৭.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.২২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৭৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৭২পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে