ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সেবা

২০২৫ জুলাই ০২ ০৯:২৫:০৮
৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সেবা

অর্থ বাণিজ্য প্রতিকেদক : ডেটা সেন্টার স্থানান্তরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের ডেটা সেন্টার যেন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তর করা যায়, সে লক্ষ্যে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ডেটা সেন্টার হলো ব্যাংকের সব তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার কেন্দ্রবিন্দু। এটি স্থানান্তরের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এরপর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে আবার শুরু হবে।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭২ সালের ২৬ মার্চ যাত্রা শুরু হয় রূপালী ব্যাংকের। ওই সময়ে পাকিস্তান আমলে পরিচালিত তিনটি বাণিজ্যিক ব্যাংক-মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংককে একীভূত করে গঠন করা হয় রূপালী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এটি ছিল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক; পরে ১৯৮৬ সালের ডিসেম্বরে এটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, সারা দেশে রূপালী ব্যাংকের ৫৮৬টি শাখা রয়েছে। ব্যাংকটির মোট কর্মী ৭ হাজার ১৬৪ জন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, রূপালী ব্যাংকের বর্তমান মূলধন ৪৮৮ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫ শেয়ারে বিভক্ত। সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নেওয়া আর্থিক সহায়তার বিপরীতে ব্যাংকটি নতুন করে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ার ইস্যু করবে। তাতে ব্যাংকটির মোট মূলধন বেড়ে দাঁড়াবে ৯৪১ কোটি টাকা। আর মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে