ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

এস.আলমের দূর্বল ব্যাংকে ইসলামী ব্যাংকের বিনিয়োগ, ফেরত অনিশ্চিত

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:২৮:০১
এস.আলমের দূর্বল ব্যাংকে ইসলামী ব্যাংকের বিনিয়োগ, ফেরত অনিশ্চিত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক থেকে এস.আলমের নিয়ন্ত্রণাধীন দূর্বল ৩ ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। যেসব অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

ব্যাংকটির সম্প্রতি ২০২৪ সালের প্রকাশিত আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, ইসলামী ব্যাংক থেকে ৮৪৪ কোটি টাকা আর্থিকভাবে দূর্বল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

ব্যাংকিং খাতের সংস্কারের আওতায় ওইসব ব্যাংক একীভূতকরনের প্রক্রিয়ায় রয়েছে। যাতে ওইসব ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ি, একটি ব্যাংক মূলধনের সর্বোচ্চ ২৫% কোন একটি কোম্পানি বা গ্রুপকে ঋণ দিতে পারবে। কিন্তু ইসলামী ব্যাংক থেকে একাধিক গ্রুপ বা প্রতিষ্ঠানকে ২৫% এর বেশি ঋণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন.....

ইসলামী ব্যাংকের ঋণ ১.৫৫ লাখ কোটি টাকা, খেলাপি ৬৬ হাজার কোটি

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ি, ব্যাসেল-৩ এর শর্ত পূরণে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) দরকার ছিল ১২.৫০%। তবে সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও ব্যাংকটির এ অনুপাত ৭.৫৭% ছিল বলে জানিয়েছে নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯৯.৮১ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৫ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৪২.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে