ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

নিউ লাইন ক্লোথিংসের শেয়ার কারসাজিতে ১৩.৩৩ কোটি টাকা জরিমানা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:৫৭:৪৭
নিউ লাইন ক্লোথিংসের শেয়ার কারসাজিতে ১৩.৩৩ কোটি টাকা জরিমানা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নিউ লাইন ক্লোথিংসের শেয়ার কারসাজিতে ৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৯৭২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ মে থেকে ওই বছরের ৫ জুলাই পর্যন্ত নিউ লাইন ক্লোথিংসের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে রিয়াজ মাহমুদ সরকারকে ১.১৪ কোটি টাকা, আবুল বাশারকে ৪.০২ কোটি টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪.২৮ কোটি টাকা, মো. সেলিমকে ১.৬৯ কোটি টাকা ও জামিলকে ২.২০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে