ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমছেই

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৫:৪৭:৪৪
মূল্যসূচক বাড়লেও লেনদেন কমছেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমছে। এতে করে মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকের নীচে নেমে এসেছে। লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ গত ৭ সেপ্টেম্বর হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। এ হিসেবে ৭ কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৭৬৭ কোটি ৭৬ লাখ টাকা বা ৫৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২১ টি বা ৫৫.২৫ শতাংশের। আর দর কমেছে ১০৩ টি বা ২৫.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৬ টি বা ১৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২ টির, কমেছে ৬৭ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৩৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে