ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

কৃত্রিম মুনাফা দেখিয়ে বিপদে ইসলামী ব্যাংক

২০২৫ অক্টোবর ০২ ১০:১৫:১৬
কৃত্রিম মুনাফা দেখিয়ে বিপদে ইসলামী ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সালের ব্যবসায় প্রয়োজনীয় সঞ্চিতি গঠন না করে কৃত্রিম মুনাফা দেখিয়েছে। এটা করতে গিয়ে আইনগতভাবে লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা চলে আসে ব্যাংকটির উপর। তবে সেটা না করায় শাস্তির আওতায় আসছে ব্যাংকটি।

ইসলামী ব্যাংকের পর্ষদ মুনাফা দেখালেও শেয়ারহোল্ডারদেরকে কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মুনাফার শতভাগ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

ইসলামী ব্যাংকের ২০২৪ সালে শেয়ারপ্রতি ০.৬৮ টাকা হিসাবে ১০৯ কোটি ৪৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ মুনাফার পুরোটা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

মুনাফার পুরোটা বা ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১০৯ কোটি ৪৮ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১০ কোটি ৯৫ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে ইসলামী ব্যাংককে।

আরও পড়ুন...

ঝুঁকিতে ব্যবসা : অনিশ্চিত গ্রাহকদের আমানত

এ কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৪ সালে ৮৩% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৩.৯৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালে হয়েছে ০.৬৮ টাকা।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯৯.৮১ শতাংশ। কোম্পানিটির বুধবার (০১ অক্টোব) শেয়ার দর দাঁড়িয়েছে ৪১.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে