ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

ছুটির পরেও শেয়ারবাজারে উত্থান

২০২৫ অক্টোবর ০৫ ১৫:৩৮:৪০
ছুটির পরেও শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৪ দিনের ছুটির আগের ২ কার্যদিবস (২৯-৩০ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হয়। এরপর ছুটি শেষে রবিবার (০৫ অক্টোবর) শেয়ারবাজার খুলেছে। এদিনও বেড়েছে শেয়ারবাজারের মূল্যসূচক। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৮ পয়েন্টে। যা ছুটির আগের ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৭৭ কোটি ৫২ লাখ টাকার বা ১১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৩ টি বা ৪৬.৩৩ শতাংশের। আর দর কমেছে ১৪৭ টি বা ৩৭.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫ টি বা ১৬.৪৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৭৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে