ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

পুত্র সন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

২০২৫ অক্টোবর ১৯ ২১:৩১:২১
পুত্র সন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই রাজনীতিবিদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সংসারে এল এক নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

নতুন অতিথি আগমনের এই সুখবর ভক্তদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত বাবা রাঘব চাড্ডা। শনিবার সন্ধ্যা থেকেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করার গুঞ্জন চলছিল; অবশেষে অপেক্ষার অবসান হলো।

ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করে রাঘব লেখেন, ‘অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান! সত্যি বলতে, এর আগের মুহূর্তের জীবনটা কেমন ছিল, তা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ।’

তার কথায়, ‘আগে শুধু আমরা পরস্পরের জন্য ছিলাম। কিন্তু এখন আমাদের দু'জনের কাছেই সবকিছু রয়েছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায়, পরিণীতি ও রাঘব।’

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। চলতি বছরের আগস্ট মাসেই তারা যৌথভাবে প্রথম সন্তান আসার সুখবর শেয়ার করেছিলেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে