ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নয় কোম্পানির লভ্যাংশ ঘোষনা

২০২৫ অক্টোবর ২৬ ১০:১২:০৭
নয় কোম্পানির লভ্যাংশ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ৮টির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আরেকটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৬ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে ওইসব কোম্পানির লভ্যাংশের তথ্য তুলে ধরা হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

লভ্যাংশের হার

ইপিএস

কোহিনুর কেমি কেমিক্যাল

৬৫% নগদ ও ১০% বোনাস

১৭.০৫

মতিন স্পিনিং

৩৫% নগদ

৪.৭০

*ক্রাফটসম্যান ফুটওয়্যার

১০.৫০% নগদ

১.৫৫

নিয়ালকো অ্যালয়েজ

১০% নগদ

২.৪২

প্রিমিয়ার সিমেন্ট

১০% নগদ

১.২৯

*ডরিন পাওয়ার

১০% নগদ

৩.১৯

*ন্যাশনাল পলিমার

৫% নগদ

০.০৭

*মুন্নু ফেব্রিক্স

০.২৫% নগদ

০.০৪

এপেক্স ওয়েভিং

০০

(০.৩৯)

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে