ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাষ্ট্রায়াত্ত্ব পদ্মা অয়েলেও বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা

২০২৫ নভেম্বর ১২ ০৯:১০:২৪
রাষ্ট্রায়াত্ত্ব পদ্মা অয়েলেও বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

পদ্মা অয়েলের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৫৭.৩০ টাকা হিসাবে ৫৬২ কোটি ৮৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৬০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৬ টাকা হিসেবে মোট ১৫৭ কোটি ১৭ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২৭.৯২ শতাংশ। মুনাফার বাকি ৪০৫ কোটি ৭০ লাখ টাকা বা ৭২.০৮ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৪০৫ কোটি ৭০ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৪০ কোটি ৫৭ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে পদ্মা অয়েলকে।

এর আগের অর্থবছরে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি ৪১.৫৯ টাকা হিসাবে ৪০৮ কোটি ৫৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৪০ শতাংশ হিসেবে ১৩৭ কোটি ৫৩ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করে। যা ছিল মুনাফার ৩৩.৬৬ শতাংশ। মুনাফার বাকি ২৭১ কোটি ৬ লাখ টাকা বা ৬৬.৩৪ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়।

উল্লেখ্য পদ্মা অয়েলের বর্তমানে ৯৮ কোটি ২৩ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৭.৫৯ শতাংশ। মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৯২.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে