ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

মাকসুদ কমিশনের পদত্যাগের দাবি জোড়ালো হচ্ছে

পতনে ফিরল বাজার, ৫ মাস পর ৩শ কোটির নিচে লেনদেন

২০২৫ নভেম্বর ১২ ১৪:৪৪:২১
পতনে ফিরল বাজার, ৫ মাস পর ৩শ কোটির নিচে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) টানা পতনে মূল্যসূচক কমে ২৬১ পয়েন্ট। এমন পতনের পরে মঙ্গলবার (১১ নভেম্বর) ১২ পয়েন্টের উত্থান হয়। তবে পরদিনই (১২ নভেম্বর) বড় পতনে ফিরে গেছে।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮২৫ পয়েন্টে। যে সূচকটি এর আগে সর্বশেষ গত ২৫ জুন আজকের থেকে কম ছিল। ওইদিন সূচকটি ছিল ৪৭৬৮ পয়েন্টে। অর্থাৎ বুধবার সূচকটি সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

এর আগে ডিএসইএক্স টানা ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের মধ্যে চলতি সপ্তাহের সোমবার ৩৯ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ২৯০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ৫ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ১৫ জুন সর্বশেষ ৩০০ কোটির নিচে লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৩ টি বা ১৩.৬৬ শতাংশের। আর দর কমেছে ৩০১ টি বা ৭৭.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৭৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮ টির, কমেছে ১২৩ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬২০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে