ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে পতন অব্যাহত

২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:০৬:৪৭
শেয়ারবাজারে পতন অব্যাহত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ২ সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতন দিয়ে শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। যা সোমবারও (২৯ ডিসেম্বর) অব্যাহত রয়েছে। তবে এই পতন শুরু হয়েছে অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই। যে দায়িত্ব নেওয়ার ১৬ মাসে বিনিয়োগকারীদের মধ্যে শুধু হতাশাই বেড়েছে। যার দায়িত্বকালীন সময়ে বিনিয়োগকারীরা হারিয়েছে লাখো কোটি টাকার পুঁজি।

এই মাকসুদ কমিশন গত ১৬ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৬২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৫ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৮৫ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৫ কোটি ১২ লাখ টাকা বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২ টি বা ৩৬.৪১ শতাংশের। আর দর কমেছে ১৫৫ টি বা ৩৯.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯৩ টি বা ২৩.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৭৩ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬১৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে