“অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সাসটেনেবিলিটিঃ ইমপ্লিমেন্টেশন প্রগ্রেসেস” শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

আজ ৩০ নভেম্বর ২০২৩ তারিখে দি ইন্সটিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি), ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ যৌথভাবে আয়োজিত “অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সাসটেনেবিলিটিঃ ইমপ্লিমেন্টেশন প্রগ্রেসেস” শীর্ষক কনফারেন্স আইসিএবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশীষ বসু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএবির প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান এফসিএ৷ আইসিএবির প্রেসিডেন্ট সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের ব্যবসা ও অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট ও অবস্থায় অ্যাকাউন্টবিলিটি ও সাসটেইনেবিলিটি একটি বড় ভূমিকা রাখছে। জবাবদিহিতা এবং স্থায়িত্ব নিশ্চিতে আমাদের যে প্রতিশ্রুতি ছিল তার যে অগ্রগতি হয়েছে সে বিষয়ে তথ্য দিতে চাই। একটি জাতির জন্য আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগতভাবে উন্নতি লাভ করা। সেই সঙ্গে দেশের সব নাগরিকদের মধ্যে সুবিধাগুলো সমানভাবে ভাগের নিশ্চিত করা। আমরা যেভাবে অ্যাকান্টিবিলিটি এবং সাসটেইনেবিলিটিতে কাজ করে এতে সাম্প্রতিক সময়ে বিশ্ব একটি বড় পরিবর্তন দেখেছে। সরকার থেকে শুরু করে ব্যবসা-প্রতিষ্ঠান পর্যন্ত, আমাদের কার্যক্রম আজকের এবং ভবিষ্যত প্রজন্মের মঙ্গলকে অনেক প্রভাবিত করবে।
তিনি বলেন, অর্থনৈতিক স্থায়িত্ব বলতে একটি প্রতিষ্ঠান বা জাতির দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের জন্য তৈরি করা অনুশীলনগুলোকে বোঝায় এবং এর কার্যক্রমের পরিবেশগত, সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলোকে পরিচালনা করে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রেখে পরিবেশ এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে মুনাফা তৈরিতে কাজ করে।প্রতিবেদনে স্থায়িত্বের তথ্য নিশ্চিতের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনীতির দিকে উত্তরণে বিনিয়োগকারী, দাতা এবং স্টেকহোল্ডারদের আকৃষ্ট করবে। সেই সঙ্গে স্টেকহোল্ডার এবং বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ইত্যাদির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে আস্থা তৈরি করবে ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে।
পরে “অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সাসটেনেবিলিটিঃ ইমপ্লিমেন্টেশন প্রগ্রেসেস” শীর্ষক কনফারেন্স মুল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজিল্যান্ড এর ওয়েলিংটন স্কুল অফ বিসনেস এন্ড গভর্নমেন্ট, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন এর একাডেমিক প্রোগ্রাম লিডার ড. ইয়াংনকা মোজেস (Dr. Yinka Moses CA, CPA, Academic Programe Leader, Wellington School of Business and Government, Victoria University of Wellington)৷ মুল প্রবন্ধে তিনি বলেন, সব অংশীজনদের স্বার্থ রক্ষা করে আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে হিসাবের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। দেশ, সমাজ ও কোম্পানির উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের বিষয়টি মাথায় রেখে প্রতিবেদন তৈরি করতে হবে। কোম্পানির ব্যবস্থাপকদের শুধু মুনাফা করলেই হবে না, একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উপযুক্ত জীবনমান নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপ নিতে হবে।
কনফারেন্সে সম্মানিত অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, যে কোন উন্নয়ন দীর্ঘস্থায়ী না হলে সেটিকে প্রকৃত উন্নয়ন বলা যায় না৷ তাই টেকসই উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ জাতিসঙ্গের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) হল ১৭টি লক্ষ্যের একটি৷ যার লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে দারিদ্রের অবসান, পৃথিবীকে রক্ষা করা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করা৷ এটি বিশ্বব্যাপী স্বীকৃত যে, এসডিজি প্রণয়নে পেশাদার হিসাবরক্ষকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ পেশাদার হিসাবরক্ষক ব্যবসায়ের এসডিজির প্রয়োজনীয়তা পূরণ করতে নৈতিক অনুশীলনকে উত্সাহিত করতে এবং এসডিজি-এর প্রভাব পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে সহায়তা করতে পারে৷
ডিএসইর চেয়ারম্যান ড. হাসান বাবু আরো বলেন, অ্যাকাউন্টিবিলিটি ও সাসটেইনেবিলিটি শব্দ দুটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংস্থার স্থায়ীত্ব নিশ্চিত করতে হলে এ দুটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে একটি প্রতিষ্ঠানে স্বচ্ছ পরিকল্পনা ও নিয়ন্ত্রণের জন্য অ্যাকান্টিবিলিটির গুরুত্ব অনেক। বর্তমানে সব সংস্থা উন্নয়নের জন্য সাসটেইনেবল রিপোর্ট নিশ্চিতের কাজ করছে। আর এর জন্য প্রয়োজন পেশাদার ব্যাক্তির। যেখানে আইসিএবি একি উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রতিষ্ঠানের ব্যবসা ও উত্পাদন কিভাবে টেকসই হতে পারে সে বিষয়ে তাদের অভিজ্ঞ ব্যাক্তি কাজ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ডিজিটাল লক্ষ্য বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য হাতে নিয়েছে। এসডিজির যে ১৭ লক্ষ্য আছে তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাসটেইনেবল উন্নয়ন। এসডিজির আগে দেশে উন্নয়ন হলেও টেকসই উন্নয়ন হয়নি। আজ ডিএসই, আইসিএবি এবং ভিকটরি ইউনিভার্সিটি যে অনুষ্ঠান করছে তা খুবই সময়োপযোগী এবং এর মাধ্যমে শুধু টেকসই সমাজ নয়, সাথে দেশের জন্যও কাজে আসবে।
তিনি আরো বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে৷ দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ একটি জাতীয় পেশাদার অ্যাকাউন্টিং সংস্থা৷ যা টেকসই উন্নয়নে পেশাদারদের নৈতিক চর্চাকে উত্সাহিত করে কর্পোরেট কার্যক্রমের সাথে টেকসই উদ্যোগকে অন্তরভুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷
বিশেষ অতিথি অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার বলেন, আইসিএবি পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন। যা স্বাধীনতার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে কার্যক্রম শুরু করে। গত এক দশক ধরে এসডিজি লক্ষ্য অর্জনে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। আর টেকসই উন্নয়নের জন্য নিয়মিত প্রকল্প বাস্তবায়ন ছাড়াও দরকার স্বচ্ছ এবং টেকসই অ্যাকান্টিবিলিটি।
তিনি বলেন, এসডিজি লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী উন্নয়ন দেশ হবে। আর এই সবকিছু বাস্তবায়নে সময়পযোগী পেশাদার লোক প্রয়োজন, যা তৈরিতে আইসিএবি থেকে কাজ করে যাচ্ছে। এতে এই পেশায় থেকেও বিভিন্ন খাতে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।
কনফারেন্সের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, এসডিজিতে সাসটেইনেবিলিটির গুরুত্ব অনেক। যখন এসডিজির লক্ষ্য অর্জনের পরিকল্পনা নেয়া হয় তখন টেকসই উন্নয়নের গুরুত্বারোপ করে অন্যান্য দেশগুলো। শুধু প্রকল্প উন্নয়নে সাসটেইনেবিলিটি হলে হবে না, জলবায়ু এবং পরিবেশের ক্ষেত্রেও এর গুরুত্ব দিতে হবে। টেকসই হচ্ছে এসডিজির কাজ করার বেসিক যায়গা। যা একটি সুন্দর ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে হবে। যখন এসডিজির প্রস্তাব জমা দেয়া হয়, তখন বাংলাদেশের ১১টি প্রস্তাবের মধ্যে ১০টিই বর্তমান ১৭ এসডিজি লক্ষ্যের সঙ্গে মিলে যায়। পরে সেই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন ও এসডিজি লক্ষ্য অর্জনে পরিকল্পনা গ্রহণ করেন। দূর্নীতি বন্ধে ভালো সুশাসন প্রয়োজন, আর সেই সুশাসনের জন্য অ্যাকাউন্ট সাসটেইনেবিলিটি প্রয়োজন। ১৯৭১ সালের পর গত ১৫ বছরে বাংলাদেশের পরিবর্তনের সঙ্গে অর্থনীতির সর্বোচ্চ গ্রোথ হয়েছে।
পরবর্তীতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিং-এর ড. ইয়াংনকা মোজেস (Dr. Yinka Moses) এর সঞ্চলনায় ‘কর্পোরেট সাসটেনেবিলিটি প্রাকটিস: মহাপরিচালক বিষয়ের উপর প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ আবু ইউসুফ, আইসিএবির কাউন্সিল মেম্বার এবং হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং চাটার্ড অ্যাকাউন্টেন্টস-এর পার্টনার সাব্বির আহমেদ, এফসিএ, আইসিএবি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশিষ বোস এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থ বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী৷
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ট্রাম্পের বক্তব্যে ফিফার কড়া প্রতিক্রিয়া
- ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না
- টেস্টে ১৬২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
- কৃত্রিম মুনাফা দেখিয়ে বিপদে ইসলামী ব্যাংক
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় স্থান পেলেন শাহরুখ
- নোংরামির প্রতিবাদ হিসেবে মনোনয়ন প্রত্যাহার
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
- এখনো ট্রফি পায়নি ভারত
- শাকিব-হানিয়াকে নিয়ে যা বললেন সেমন্তী
- ‘আপনারা হয়তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন না’
- শেয়ারবাজারে ৪ দিনের ছুটি শুরু
- তিন ব্যাংকের ২৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- লুজারের শীর্ষে জিকিউ বলপেন
- গেইনারের শীর্ষে সোস্যাল ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার লেনদেন
- গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- লাভেলো আইসক্রীমের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনের শীর্ষে সোনালী পেপার
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
- সাকিব আর কখনও বাংলাদেশ দলে খেলতে পারবেন না
- সৃজিতের সঙ্গে মিথিলার বিচ্ছেদ!
- ওকসের অবসরের ঘোষণা
- বিডি ল্যাম্পসের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- ইস্টার্ণ হাউজিংয়ের লেনদেন বন্ধ রবিবার
- টানা ৪ দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়
- এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার বড় শেয়ার বিক্রির ঘোষণা
- লেনদেনে ফিরেছে রূপালী লাইফ
- বিডি পেইন্টসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- এসেছে ৭৫ কোটি ডলার বিদেশি ঋণ
- এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
- চমকে দিলেন পরীমনি
- শেয়ারবাজারে উত্থান
- জিএসপি ফাইন্যান্সে চেয়ারম্যান নিয়োগ
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লুজারের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
- গেইনারের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- খুলনা পাওয়ারের লভ্যাংশ বিতরণ
- লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- জিকিউ বলপেনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- বিটিআরসি থেকে এটুপি সনদ পেল কেঅ্যান্ডকিউ
- ইস্টার্ণ হাউজিংয়ের স্পটে লেনদেন শুরু
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ওয়ালটন
- তাল্লু স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- মিথুন নিটিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- মুনাফা বেড়েছে ১৩৫%, তবে লভ্যাংশ ১০%
- বিয়ে শব্দটাই ছিল আতঙ্ক, আবারো বিয়ের পর অনুভুতি পরিবর্তন
- শ্বাসরুদ্ধকর ম্যাচে চ্যাম্পিয়ন ভারত
- জেনেক্স ইনফোসিসের উন্নতি
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিকস
- গেইনারের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট
- ডিএসইতে ৭১% কোম্পানির দর পতন, কমেছে সূচক
- এশিয়াটিক বানাবে ৩২ তলা ভবন
- সাবসিডিয়ারি কোম্পানি করবে সিটি ব্যাংক
- আগামীকাল লেনদেনে ফিরবে ওয়ালটন হাই-টেক
- সোমবার রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- আগামীকাল ইস্টার্ণ হাউজিংয়ের স্পটে লেনদেন শুরু
- গ্রামীণ ওয়ান: স্কিম টুর লভ্যাংশ বিতরণ
- লুব-রেফ এ সচিব নিয়োগ
- নর্দার্ণ ইন্স্যুরেন্সের অধঃপতন
- সিভিও পেট্রোর লভ্যাংশ ঘোষনা
- অ্যাপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষনা
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিশ্লেষণধর্মী সংবাদ জরুরি : বিএসইসি চেয়ারম্যান
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- বেস্ট হোল্ডিংসের আইপিওতে আবেদনের সর্বোচ্চ সীমা নির্ধারণ
- সাড়ে ৩ বছরেই ভেঙ্গে পড়েছে শিবলী কমিশনের আইপিওর কোম্পানিগুলো