ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

নয় উদ্যোক্তা-পরিচালকের ২.০৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৪ জুলাই ০৪ ১০:২৭:৫৭
নয় উদ্যোক্তা-পরিচালকের ২.০৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের ৯ উদ্যোক্তা-পরিচালক ২ কোটি ৬ লাখ ২২ হাজার ২৯৪টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নয় উদ্যোক্তা-পরিচালক হলেন : পরিচালক কাজী আনোয়ারুল হক ও এসএম আক্তার কবির, কর্পোরেট পরিচালক ইয়াকিন অ্যাগ্রো প্রোডাক্টস, কর্পোরেট উদ্যোক্তা সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ, উদ্যোক্তা এসকে জামিল হোসাইন, কাজী এমদাদুল হক, মালিহা পারভীন, জুলিয়া পারভীন ও সুবরিনা সমসাদ।

এরমধ্যে কাজী আনোয়ারুল হক ২৭ লাখ ১৩ হাজার ১০৮টি ও ইয়াকিন অ্যাগ্রো প্রোডাক্টস ২৮ লাখ ২৩ হাজার ৩৯টি শেয়ার চাকলাদার রেজাউনুল আলমকে, এসকে জামিল হোসাইন ১৪ লাখ ৭৫ হাজার ৪৮১টি শেয়ার দিদারুল আলমকে, সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ ৫২ লাখ ৪৬ হাজার ৩৫৬টি, এসএম আক্তার কবির ১৭ লাখ ৪৮ হাজার ৭৮৫টি ও কাজী এমদাদুল হক ২ লাখ ৭৪ হাজার ৮০৯টি কাপিতা প্যাকেজিং সল্যুশনসকে এবং মালিহা পারভীন ১৫ লাখ ৭৩ হাজার ৯০৬টি, জুলিয়া পারভীন ১৩ লাখ ৮১ হাজার ৭৫টি, সুবরিনা সমসাদ ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭১টি মোহাম্মদ হারুনুর রশীদকে শেয়ার হস্তান্তর করবেন। যা আগামি ১৫ জুলাইয়ের মধ্যে হস্তান্তর করা হবে।

বিএসইসির অনুমোদন অনুযায়ি এসব শেয়ার লেনদেনের বাহিরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে