ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

২০২৪ আগস্ট ২৮ ২১:০২:১৮
চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ছয় কোম্পানির মধ্যে ৪ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে কার্যকর হবে।

বুধবার (২৮ আগস্ট) বিএসইসির পরিচালক ‍ও মূখপাত্র ফারহানা ফারুকী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ৬টি কোম্পানি ফ্লোরে রয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। এরমধ্যে বেক্সিমকো ও ইসলামী ব্যাংক ছাড়া বাকি ৪টির উপর থেকে ফ্লোর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন....

বিএসইসির শূভেচ্ছাদূত থেকে গেম্বলার সাকিবকে বাদ

উঠে গেল পতনের ৩% সার্কিট ব্রেকার

বিএসইসির নতুন কমিশনার আলী আকবর

কারসাজিতে হিরু চক্রের মুনাফা ১৬১ কোটি টাকা, জরিমানা ১৪ কোটি

ডিএসইতে নিয়ম ভেঙ্গে তদবিরে নিয়োগ পাওয়া সিএফও বহাল তবিয়তে

এর আগে গত ৮ আগস্ট বাকি থাকা ৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত নির্দেশনায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। তবে তিনি ১০ আগস্ট পদত্যাগ করার পরে ওই নির্দেশনাটি স্থগিত করে বিএসইসি নিজেই।

কমিশনের ৮ আগস্টের সিদ্ধান্তে রবিবার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে তাৎক্ষণিক ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। আর ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল।

উল্লেখ্য, শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে