ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফেডারেল ইন্স্যুরেন্সে ৫৬.৭৬ কোটি টাকার গরমিল হিসাব

২০২৫ জুন ২৯ ০৯:১৪:৫৭
ফেডারেল ইন্স্যুরেন্সে ৫৬.৭৬ কোটি টাকার গরমিল হিসাব

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের ২০২৪ সালের আর্থিক হিসাবে দেখানো ৫৬ কোটি ৭৬ লাখ টাকার হিসাবে গরমিল পেয়েছে নিরীক্ষক। যে কোম্পানিটিতে শ্রম আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ি গ্র্যাচ্যুইটি ফান্ড গঠন করেনি। তবে কোম্পানি কর্তৃপক্ষ নগদ ভিত্তিতে কর্মীদের গ্র্যাচ্যুইটি সুবিধা দিয়ে থাকে। তবে ফান্ড গঠন না করায় এর পরিমাণ খুবই কম হতে পারে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই কোম্পানিটির আর্থিক হিসাবে আয়কর সঞ্চিতি ৩২ কোটি ৪৬ লাখ টাকা ও অগ্রিম আয়কর হিসেবে ৯ কোটি ৮৭ লাখ টাকা দেখানো হয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে কোন বছরের অ্যাসেসমেন্ট কপি দিতে পারেনি। যে কারনে সরকার আরও বেশি আয়কর পাবে কিনা বা আরও বেশি আয়কর সঞ্চিতি গঠন করা দরকার কিনা, তা যাচাই করতে পারেনি।

আরও পড়ুন.....

রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইন লঙ্ঘন

নিরীক্ষক জানিয়েছেন, এ কোম্পানিটির আর্থিক হিসাবে আউট স্ট্যান্ডিং প্রিমিয়াম হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে। এই অর্থ দীর্ঘদিন ধরে আদায় হচ্ছে না। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ এখান থেকে লোকসানের সম্ভাব্য পরিমাণ হিসাব করছে না।

ফেডারেল ইন্স্যুরেন্সের অগ্রিম হিসেবে এজেন্ট ব্যালেন্স রয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। যা কয়েক বছর ধরে আদায় হচ্ছে না। যে কারনে নিরীক্ষক ওই সম্পদের বড় অংশকে আদায় হবে না মর্মে আর্থিক হিসাবে বেশি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন। যা হিসাব থেকে বাদ দেওয়া দরকার।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফেডারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭১ কোটি ৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৭৪ শতাংশ। কোম্পানিটির শনিবার (২৮ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে