ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ডিএসইতে ৭১% কোম্পানির দর পতন, কমেছে সূচক

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:৫২:৪০
ডিএসইতে ৭১% কোম্পানির দর পতন, কমেছে সূচক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ কার্যদিবসের উত্থানের পরে রবিবার (২৮ সেপ্টেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ডিএসইতে ৭১ শতাংশের বেশি কোম্পানির দর পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৮০ পয়েন্টে। যা আগের টানা ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার ১০ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৭০৮ কোটি ৯৫ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ১৪৪ কোটি ৭৭ লাখ টাকার বা ২০ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০ টি বা ১৭.৬৮ শতাংশের। আর দর কমেছে ২৮২ টি বা ৭১.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ১৩৫ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৬৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে