ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

মুনাফা বেড়েছে ১৩৫%, তবে লভ্যাংশ ১০%

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০৯:৩৬:৩৩
মুনাফা বেড়েছে ১৩৫%, তবে লভ্যাংশ ১০%

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ১৩৫% মুনাফা বেড়েছে। তবে কোম্পানিটির পর্ষদ মাত্র ১০% লভ্যাংশ বাড়িয়েছে। এর মাধ্যমে অর্জিত মুনাফার প্রায় ৬৫ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৩৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনভয় টেক্সটাইলের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৮.৪০ টাকা হিসেবে ১৪০ কোটি ৯০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৩০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৩.০০ টাকা করে মোট ৫০ কোটি ৩২ লাখ টাকা বা মুনাফার ৩৫.৭১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৯০ কোটি ৫৮ লাখ টাকা বা ৬৪.২৯ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৫৮ টাকা হিসেবে ৬০ কোটি ৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ২০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.০০ টাকা করে মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বা মুনাফার ৫৫.৮৭% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হয়েছিল। মুনাফার বাকি ২৬ কোটি ৪৯ লাখ টাকা বা ৪৪.১৩ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হয়েছিল।

এ কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ১৩৫% শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ৩.৫৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ৮.৪০ টাকা। তবে কোম্পানিটির আগের বছরের ২০% লভ্যাংশ বেড়ে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় হয়েছে ৩০ শতাংশ। উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এনভয় টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর রবিবার (২৮ সেপ্টেম্বর) দাঁড়িয়েছে ৫৬.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে