ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:১৭:১২
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৯ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে ৫৩ শতাংশের বেশি কোম্পানির দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৫ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৯৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ১৬ লাখ টাকার বা ৬ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১২ টি বা ৫৩.৪০ শতাংশের। আর দর কমেছে ১০৫ টি বা ২৬.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮০ টি বা ২০.১৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৩৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে