ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৪:৪৪:২২
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (৩০ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং বেশির ভাগ কোম্পানির দর।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৯৯ কোটি ৩৪ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৪৬ লাখ টাকার বা ১৬ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৭ টি বা ৫২.১৪ শতাংশের। আর দর কমেছে ১৩০ টি বা ৩২.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২ টির, কমেছে ৮২ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৭৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে