ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে কমেছে মূল্যসূচক, বেড়েছে লেনদেন

২০২৫ অক্টোবর ০৬ ১৪:৪৮:৫৯
শেয়ারবাজারে কমেছে মূল্যসূচক, বেড়েছে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৩ কার্যদিবস মূল্যসূচকের উত্থানের পর সোমবার (০৬ অক্টোবর) পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেন। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও মূল্যসূচক কমেছে, তবে বেড়েছে লেনদেন।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪২৪ পয়েন্টে। যা আগের ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে ৫ অক্টোবর ৩২ পয়েন্ট, ৩০ সেপ্টেম্বর ২৬ পয়েন্ট ও ২৯ সেপ্টেম্বর ১০ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৫৪ লাখ টাকার বা ১৯ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৬ টি বা ২৪.৩০ শতাংশের। আর দর কমেছে ২৫৫ টি বা ৬৪.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.১৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৭৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে