ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নয় কার্যদিবস পরে শেয়ারবাজারে উত্থান

২০২৪ মে ২৭ ১৪:৫৬:০২
নয় কার্যদিবস পরে শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অবশেষে সোমবার (২৭ মে) দেশের শেয়ারবাজারে উত্থানের দেখা মিলল। টানা ৯ কার্যদিবসের ভয়াবহ পতনের পরে এই উত্থান। এদিন অবশ্য শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। অনেকেই এই সপ্তাহে বাজার ঘুরে দাড়াঁবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল।

গত ১৩ মে থেকে শেয়ারবাজার টানা পতনে রয়েছে। ওইসময় ৯ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এর ৪৪৬ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে সূচকটি ২০২১ সালের ১৩ এপ্রিলের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। অর্থাৎ সূচকটি বিগত ৩ বছর দেড় মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। যেখান থেকে সোমবার (২৭ মে) শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১১ পয়েন্টে। যা আগের ৯ কার্যদিবসে কমেছিল ৪৪৬ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮৩ কোটি ৩৬ লাখ টাকার বা ৫৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৬ টি বা ৭০.০৫ শতাংশের। আর দর কমেছে ৮৪ টি বা ২১.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৪ টি বা ৮.৬৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৭৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১২২ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৫৩১৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে