ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ, নয়তো কর্মবিরতি

২০২৫ মার্চ ০৫ ১৭:১৩:৫৬
বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ, নয়তো কর্মবিরতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বুধবারের (৫ মার্চ) মধ্যে তারা পদত্যাগ না করলে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে এ কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) সিকিউরিটিজ কমিশন ভবনে অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান।

এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান বলেন, বর্তমান কমিশন নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি আছে। এর মধ্যে অন্যতম কারণ— কমিশনারদের খারাপ আচরণ, বিভিন্ন কোম্পানির তদন্তের আলোকে কর্মকর্তাদের ধারাবাহিক শোকজ করা এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করা। এর পরিপ্রেক্ষিতে আমরা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের কাছে ৫ দফা দাবি জানাই। তবে তারা এ দাবি মেনে নয়নি। বরং আজকে সেনাবাহিনীদেরকে ভুল তথ্য দিয়ে ডেকে এনে তারা আমাদের কর্মকর্তাদের উপর লাঠিচার্জ করিয়েছেন।

এ পরিস্থিতিতে আমরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কাজ করতে পারছি না। তাই, আমরা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করছি। তারা যদি বুধবারের মধ্যে পদত্যাগ না করেন তাহলে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে পুরো কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতী কর্মসূচি পালন করবেন। আমরা সরকারের কাছে গণমাধ্যমের মাধ্যেমে এ বিষয়টি তুলে ধরছি। সরকারকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদেরও বিক্ষোভ

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের নজিরবিহীন বিক্ষোভ-হট্টগোল

বিএসইসির সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর

তিনি আরো বলেন, সরকারের কাছে দাবি জানাচ্ছি- এখানে (বিএসইসি) যোগ্য ও অভিলোক বসানো হোক। বাংলাদেশ ব্যাংকে যেমন অভিজ্ঞ অভিভাবক দেওয়া হয়েছে, আমরাও তেমন অভিভাবক চাই। যে অভিভাবক তাদের নিজেদের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মন দিতে জানে না, তাদের সঙ্গে কভিাবে কাজ করা সম্ভব। আমরা তাদের দুর্ব্যবহার অনেক সহ্য করেছি, আর নয়। আমারা যদি কোনো অপরাধ করে থাকি, আর সেটা যদি প্রমাণীত হয় তাহলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেটা না করে তারা এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা জানিয়েছি। কিন্তু তারা সেটা শুনেনি। বরং তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে