ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সেনাবাহিনী পাহারায় চেয়ারম্যান-কমিশনারদের বিএসইসি ত‍্যাগ

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের নজিরবিহীন বিক্ষোভ-হট্টগোল

২০২৫ মার্চ ০৫ ১৩:৫২:৪৫
বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের নজিরবিহীন বিক্ষোভ-হট্টগোল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার (৪ মার্চ) বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (৫ মার্চ) সকাল থেকে তারা বিএসইসি ভবনের ৪তলায় জড়ো হয়ে অথর্ব পুরো বিএসইসি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার (৪ মার্চ) বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসরের পাঠানো প্রতিবাদে কর্মকর্তারা পুরো কমিশনের পদত্যাগ দাবি করছেন।

এরই ধারাবাহিকতায় বিএসইসির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বিএসইসিতে কেউ প্রবেশ করতে পারেননি।

এদিন সকালে পুলিশ এসেও প্রবেশ করতে পারেনি। পরে দুপুর ২টায় ছয় গাড়ি সেনাবাহিনী এসেছে। তাদেরকেও ঠুকতে বাধা দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস‍্যরা জোর করে ঠুকে। এছাড়া বিদ‍্যুত সংযোগ চালু করেন।

চেয়ারম্যান ও কমিশনাররা জিম্মি এবং তাদের জীবন বিপন্ন, এ মিথ‍্যা কথা বলে সেনাবাহিনীকে ডাকা হয়।

এর আগে বিএসইসির বোর্ড রুমে চেয়ারম্যান ও কমিশনারদেরকে বিভিন্ন ইস‍্যুতে ব‍্যাখ‍্যা চায় কর্মকর্তা-কর্মচারীরা। ঔইসময় চেয়ারম্যানকে ডিম ও পানির বোতল ছুড়ে মারে কর্মচারীরা।

আরও পড়ুন....

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ, নয় কর্মবিরতি

মাকসুদ কমিশনের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদেরও বিক্ষোভ

বিএসইসির সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর

বিক্ষোভে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা মাকসুদ কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এরমধ‍্যে অন‍্যতম- 'মাকসুদের দুই গালে জুতা মারো তালেতালে', 'মাকসুদ তুই কবে যাবি', 'অযোগ্য চেয়ারম্যানের পদত্যাগ পদত‍্যাগ' '১ ২ ৩ ৪ মাকসুদ তুই গদি ছাড়' ইত‍্যাদি।

পরে পদত‍্যাগ ছাড়াই সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ত‍্যাগ করেন চেয়ারম্যান ও কমিশনাররা। যাদেরকে আগামীকাল থেকে কমিশনে প্রবেশ করতে দেবেন না বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মঙ্গলবার (৪ মার্চ) জারি করা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাক্ষরিত আদেশে উল্লে রয়েছে, যেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান এর চারকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু কশিমন জনস্বার্থে তাকে চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ এর ৬৩ বিধি এবং এতদসংশ্লিষ্ট সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে ৪ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯৪৫তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরি হতে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নিয়েই গত বছরের ২২ আগস্ট সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেয়। তখনই মূলত তাকে এক প্রকার ওএসডি করা হয়। তবে, ৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই থেকে সাইফুর রহমান নিয়মিত অফিসে এসেছেন, কিন্তু কোনো কাজ করতে পারেননি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে