ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

২০২৫ জুলাই ০২ ১৪:৪১:১৩
উত্থানে ফিরেছে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ৫ কার্যদিবস উত্থানের পর সোমবার (৩০ জুন) নামমাত্র পতন হয়। ওই ১ দিনের পতনের পর বুধবার (০২ জুলাই) উত্থানে ফিরে এসেছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫ পয়েন্টে। যা সোমবার ১ পয়েন্ট কমেছিল। এর আগে টানা ৫ কার্যদিবস উত্থানের মধ্যে রবিবার ৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৬৫ পয়েন্ট, বুধবার ৫০ পয়েন্ট, মঙ্গলবার ২৩ পয়েন্ট ও সোমবার ১৭ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসইতে ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৪ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৮ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৭ টি বা ৬৯.৭৭ শতাংশের। আর দর কমেছে ৬৯ টি বা ১৭.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ৪২ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৩২পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে