ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

স্বামীর সঙ্গে অলকার দীর্ঘ দূরত্ব!

২০২৫ আগস্ট ১৩ ২২:১৬:২৭
স্বামীর সঙ্গে অলকার দীর্ঘ দূরত্ব!

বিনোদন ডেস্ক : এক সময়ে বলিউড মাতিয়ে রাখত অলকা ইয়াগনিকের গান। প্রায় ২০ হাজার গান গেয়েছেন তিনি। অধিকাংশ গানই হিট। এই সাফল্যের কারণে ব্যক্তিগত জীবনে স্বামীর সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানান অলকা।

১৯৮৯ সালে ব্যবসায়ী নীরজ কপূরকে বিয়ে করেছিলেন অলোকা। পারিবারিক সূত্রেই নীরজের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর।

অলকা বলেছেন, “আমার স্বামী নীরজ একজন ব্যবসায়ী। শিলং-এ ওর একটা বাড়ি ছিল। আমাদের পারিবারিক যোগ ছিল। নীরজের মাসি আমার মায়ের সহপাঠী ছিলেন। নীরজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তারপরে আমাদের প্রেম শুরু।”

অলকা থাকতেন মুম্বাইয়ে। অন্যদিকে নীরজ শিলং-এর বাসিন্দা। ভৌগোলিক দূরত্ব বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে তারপরেও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই মাস প্রেমের সম্পর্কে থাকার পরে বিয়ে করেছিলেন তাঁরা। প্রথমে তাঁরা ঠিক করেছিলেন, কিছুদিন শিলং-এ থাকবেন, কিছু দিন মুম্বাইয়ে। কিন্তু তার ঠিক পরে অলোকার কর্মজীবনে সাফল্য আসতে থাকে। পরপর গান সফল হতে থাকে।

গায়িকা বলেছেন, “আমার কাজ খুব ভালভাবে চলতে থাকে। তাই মুম্বাই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে।” ক্রমশ দু’জনের মধ্যে বাড়তে থাকে শারীরিক দূরত্ব। যার ফলে প্রভাব পড়ে দাম্পত্যে।

গায়িকা বলেছেন, “আমার স্বামী একটা কথা বলে, ও আমার জন্য খুব শুভ। কিন্তু নিজের জন্য একেবারেই শুভ নয়। এটা সত্যিই আমার ভুল।”

অলকা জানিয়েছেন নিজের সাফল্য নিয়ে এতটাই আসক্ত ছিলেন, সংসারের দিকে মন দিতে পারেননি। আজও নীরজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ তিনি। কিন্তু কোথাও গিয়ে এখনও তাঁর মনে হয়, তাঁরা আলাদাই থেকে গেছেন জীবনের অধিকাংশ সময়। তা নিয়ে আজ আক্ষেপও হয় গায়িকার।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে